সাতক্ষীরায় মিল্ক প্লাস বিস্কুট খেয়ে ৮ ছাত্রী হাসপাতালে

 

স্টাফ রিপোর্টার: বান্ধবীর বাড়ির বিস্কুট খেয়ে সাতক্ষীরার করিমা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির আট ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাদের বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। করিমনা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। অসুস্থ শিক্ষার্থীরা হলো- আঁখি, রেশমা খাতুন, সাদিয়া আফরিন, রুমানা জাহান, নূরজাহান আক্তার, শান্তা শিমু সুলতানা ও সুমাইয়া পারভীন। সহকারী প্রধান শিক্ষক আজিজুল ইসলাম জানান, বিদ্যালয়ের মিম নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী বাড়ি থেকে মিল্ক প্লাস বিস্কুট নিয়ে এসেছিলো। এই বিস্কুট খেয়ে মিমসহ তার আট সহপাঠী অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।