মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের সড়ক থেকে গতকাল বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ট্রাকভর্তি ২১ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেছে পুলিশ। ওই ট্রাকে করে ভারতীয় শাড়ি নিয়ে মেহেরপুর শহর দিয়ে যাওয়ার পথে পুলিশের সন্দেহ হওয়ায় ট্রাকটি তাড়া করলে আমঝুপির জোয়ার্দ্দারপাড়ায় ট্রাকটি ফেলে পালিয়ে যায় চালক ও চোরাচালানীরা।
পুলিশ জানায়, মুজিবনগর সীমান্ত এলাকা থেকে একটি ট্রাকে (ঢাকা-মেট্রো-ট-১৬-৮৮৯০) ভারতীয় শাড়ি ভর্তি করে ঢাকার উদ্দেশে রওনা দেয়। ট্রাকটি মেহেরপুর শহর পার হওয়ায় সময় পুলিশ ট্রাকটি থামাতে চাইলে তা অমান্য করে দ্রত গতিতে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশের সন্দেহ হলে এসআই রফিকুলের নেতৃত্বে এটিএসআই আনছার আলী ও এএসআই আব্দুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ট্রাকটি ধাওয়া করেন। এক পর্যায়ে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি গ্রামের জোয়ার্দ্দারপাড়ায় একটি গলির সড়কে ট্রাকটি ফেলে চালক, হেলপার ও চোরাচালানীরা পালিয়ে যায়। ট্রাকটি আটক করে সদর থানায় নেয়া হয়।