মেহেরপুরে মহিলা জামায়াতের ১২ কর্মী আটক : জিহাদি বই উদ্ধার

মেহেরপুর অফিস: মেহেরপুর পুলিশ মহিলা জামায়াতের তিন রোকনসহ ১২ কর্মী-সমর্থককে আটক এবং ৯টি মোবাইলফোন ও জামায়াতের বেশ কিছু সাংগঠনিক বই উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের কাঁসারীপাড়ার জুয়েলারি ব্যবসায়ী জামায়াত নেতা এনামুল হকের বাড়িতে গোপন বৈঠক করার সময় মেহেরপুর সদর থানা পুলিশ তাদের আটক করে। ওই সময় গৃহকর্তা জামায়াত নেতা এনামুল হক বাড়িতে ছিলেন না।

আটককৃতরা হলেন- এনামুল হকের স্ত্রী গৃহকর্তী পৌর মহিলা জামায়াতের রোকন রুশিদা, শহরের পেয়াদাপাড়ার বদরুলের স্ত্রী নাসিমা, হোটেল বাজারের জাহাঙ্গীরের স্ত্রী রুশিয়া বেগম, পৌর ঈদগাপাড়ার মৃত আবুল হোসেনের স্ত্রী রিজিয়া খাতুন ও সাহারুলের স্ত্রী মনোয়ারা খাতুন, মণ্ডলপাড়ার আব্দুস সামাদের স্ত্রী তাহেরা বেগম, পৌর ভূমি অফিসপাড়ার শরাফতুল্লাহর স্ত্রী রেনু বেগম, থানাপাড়ার নূরুল গনির স্ত্রী হাসিনা বেগম ও মাহমুদ হোসেনের স্ত্রী আমেনা বেগম, কাঁসারিপাড়ার রফিকুল ইসলামের স্ত্রী রাশেদা খাতুন এবং স্টেডিয়ামপাড়ার ইদ্রিস আলী মাস্টারের স্ত্রী রাবেয়া খাতুন ও সামছুল হকের স্ত্রী জয়নব আরাকে আটক করে।