দামুড়হুদায় ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত : জরিমানা

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বেচাকেনা এবং চিকিৎসকের সনদ সঠিক না থাকায় দামুড়হুদা বাসস্ট্যান্ডের নদীয়া ফার্মেসির মালিক আজগার আলীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি তরিকুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকুল আলম হালিম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জেলা ড্রাগ সুপার এসএম সুলতানুল আরেফীন এ সময় উপস্থিত ছিলেন। এর আগে চুয়াডাঙ্গা জেলা শহরের জীবননগর বাসস্ট্যান্ডে আশা পোল্ট্রি ফিড নামক প্রতিষ্ঠানে বিশুদ্ধ খাদ্য আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।