দামুড়হুদার নতিপোতায় প্রতিবেশীর হাতে তিনজন আহত

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার নতিপোতায় বাড়ির উঠোন দিয়ে যাওয়া-আসাকে কেন্দ্র করে প্রতিবেশীর লাঠির আঘাতে আমেনা খাতুন (৪৫), মেয়ে পলিনা (২০) ও জামাই আশরাফুল হক (২৫) রক্তাক্ত জখম হয়েছে। স্থানীয়না তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নতিপোতা মাঝপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার নতিপোতার আশরাফুলের স্ত্রী পলিনা খাতুন গতকাল সকাল সাড়ে ৭টার দিকে শ্বশুর বাড়ি থেকে মাছ নিয়ে প্রতিবেশী তাহাজের বাড়ির উঠোন দিয়ে বাবার বাড়ি যাচ্ছিলো। পূর্বশত্রুতার জের ধরে তাহাজ পলিনাকে অকথ্যভাষায় গালাগালি শুরু করে। চিৎকার শুনে পলিনার মা আমেনা খাতুন ছুটে আসে প্রতিবেশী তাহাজের বাড়ি। শুরু হয় উভয়ের মধ্যে কথাকাটাকাটি। এরই একপর্যায়ে তাহাজ ক্ষিপ্ত হয়ে মা ও মেয়েকে বাঁশ দিয়ে পিটিয়ে জখম করে। মা মেয়ের চিৎকার শুনে জামাই আশরাফুল ছুটে এলে তাকেও বাঁশ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে আশরাফুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় আহত আমেনার ভাই নজরুল ইসলাম বাদী হয়ে গতকাল দামুড়হুদা থানায় মামলা করেছেন।