জীবননগরে বাল্যবিয়ের আয়োজনের অপরাধে স্কুলছাত্রীর পিতার কারাদণ্ড

 

জীবননগর ব্যুরো: জীবননগরে বাল্যবিয়ের আয়োজন করায় কনের পিতাকে ভ্রাম্যমাণ আদালত ১০ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেছেন। গতকাল বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মো. নূরুল হাফিজ এ রায় দেন।

জানা গেছে, সেনেরহুদা গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে উথলী বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী মোছা. স্বর্ণালী খাতুনের (১৩) সাথে গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ গ্রামের লিয়াকত হোসেনের ছেলে আমজাদ হোসেনের বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. নূরুল হাফিজ বাল্যবিয়ে বন্ধ করতে অভিযান চালান। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ে দেয়ার অপরাধে কনের পিতা বিল্লাল হোসেনকে ১০ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেন।