জীবননগর ব্যুরো: আঞ্চলিক সড়কসহ গ্রামীণ সড়কে থ্রিহুইলার চলাচলে পুলিশি বাধার প্রতিবাদে এবং অবিলম্বে পুলিশি বাধা তুলে নিয়ে থ্রিহুইলার নির্বিঘ্নে চলাচলের দাবিতে গতকাল বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জীবননগর উপজেলা থ্রিহুইলার মালিক ও শ্রমিক সমিতি যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। শহরের আখ সেন্টারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাবিবুর রহমান।
প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে পুলিশি বাধা তুলে দিয়ে নির্বিঘ্নে থ্রিহুইলার চলাচলের দাবি জানিয়ে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ মাসুদ রানা, মহিউদ্দিন ও রিপন হোসেন। বক্তারা বলেন- হাইকোর্টের রুলে নসিমন, করিমন, আলমসাধু, ভটভটি, ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা চলাচলে নিষেধাষ্ণা জারি করা হলেও থ্রিহুইলার চলাচলে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। দেশের বিভিন্ন স্থানে থ্রিহুইলার চলাচল করলেও জীবননগরে থ্রিহুইলার চলাচলে বাধা দেয়া হচ্ছে। এমনকি থ্রিহুইলার আটককালে চালকদের নির্যাতনও করছে পুলিশ। বক্তরা বলেন- পুলিশ কর্তৃক আটকের ভয়ে এ উপজেলার প্রায় ১২০টি থ্রিহুইলার বন্ধ রয়েছে। থ্রিহুইলার নির্বিঘ্নে চালাতে ইতোমধ্যে সকল থ্রিহুইলারের বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে। কিন্তু তারপরও বৈধভাবে থ্রিহুইলার চালানো যাচ্ছে না। ফলে এসব পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় থ্রিহুইলার চলাচলে পুলিশি বাধাদানসহ চালকদের ধরে নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে থ্রিহুইলার নির্বিঘ্নে চলাচলের দাবি জানানো হয়।