চুয়াডাঙ্গা হরিশপুরে শিশু স্বাধীন হত্যা মামলায় পাঁচজনকে জিজ্ঞাসাবাদ

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের হরিশপুর গ্রামের শিশু স্বাধীন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে তলব করা হয়েছে। উল্লেখ্য, গত ৪ সেম্টেম্বর শুক্রবার রাত ২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হরিশপুর পূর্বপাড়ার আশরাফুল ও তার স্ত্রী ছনিয়া বেগমের বিছানা থেকে ১৮ দিনের শিশু সন্তান স্বাধীনকে তুলে নিয়ে বাড়ির পাশে সাইদুরের বাঁশবাগানের ডোবার পানিতে ফেলে কে বা কারা হত্যা করে। এ ঘটনায় স্বাধীনের মা ছনিয়া বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে একটি হত্যামামলা দায়ের করেন। মামলার ৫ দিনের মাথায় ঘটনাস্থল পরিদর্শনে যান অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন। মামলার তদন্তকারী অফিসার বেগমপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শফিকুল ইসলামকে স্বাধীন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য পিতা আশরাফুল আসলাম, মাতা ছনিয়া বেগম, মেজ চাচা শরিফুল ইসলাম, মেজ চাচি শেফালি বেগম ও আশরাফুলের প্রথম স্ত্রী কোটালী গ্রামের নশকরের মেয়ে ফিরোজাকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেন।