স্টাফ রিপোর্টার: গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে একজন মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে মেম্বার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালমর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, সদর উপজেলার মেম্বার বাড়ির বানিয়ার চালা গ্রামে স্থানীয় আরিফ হোসেনের বাড়ির গোয়ালঘরে ৪-৫ জন চোর হানা দেয়। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে জনতা এগিয়ে এসে চোরদের ধাওয়া দেয়। এ সময় উত্তেজিত জনতা একজনকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলে ওই ব্যক্তি মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালমর্গে পাঠায়। নিহতের নাম ইউসুফ বললেও বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। গণপিটুনির ঘটনায় লাশ উদ্ধারের পর আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান জয়দেবপুর থানার এসআই হারুন অর রশিদ।