গাংনীতে গণহিস্টিরিয়ায় ১০ ছাত্রী অসুস্থ

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ ছাত্রী গণহিস্টিরিয়ায় অসুস্থ হয়ে পড়েছে। গতকাল বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করেই এ রোগ দেখা দেয়। এদের মধ্যে ৬ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরা হচ্ছে- ষষ্ঠ শ্রেণির ছাত্রী শিউলী খাতুন ও জিন্নাতুন্নেছা রুপা, অষ্টম শ্রেণির পারভীনা, নবম শ্রেণির লাকী খাতুন, সুমি ও সোহেলী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীমূজ্জামান জানান, সকাল সাড়ে ১০টার দিকে নবম শ্রেণির ছাত্রী লাকী হঠাৎ করে জ্ঞান হারিয়ে পড়ে যায়। তাকে সবাই মিলে ক্লাস রুমের বাইরে আনার সময় অন্যরাও অসুস্থ হয়ে পড়ে। এ সময় শিক্ষকরা ছাত্রীদের স্থানীয় চিকিৎসকের কাছে নেন। ৪ জনের অবস্থা স্বাভাবিক হলেও ৬ জন ছাত্রীকে গুরুতর অবস্থায় নেয়া হয় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মারুফ হাসান জানান, এটা কোনো রোগ নয়। শারীরিক দুর্বলতা ও মানসিক সমস্যার কারণে এটি হয়ে থাকে। আবার অনেক সময় দেখাদেখিও এ রোগের কারণ হতে পারে। একটু বিশ্রাম নিলেই এটি ভালো হয়।