মাথাভাঙ্গা মনিটর: এবার হজে উট কোরবানি দিতে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রম (মার্স) ভাইরাসের কারণে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ফয়সাল আল জাহরানি জানিয়েছেন, ঈদুল আজহায় পুরো সৌদি আরবে উট কোরবানি দেয়ায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মক্কায় বসবাসরত মিয়ানমারের মুসলমানরাও নিষেধাজ্ঞার আওতায় আছেন। ঐতিহ্যগতভাবে তারা প্রতিবছর উটই কোরবানি দিয়ে থাকেন। তাদের এবার মেষশাবক দিতে পারবেন। তিনি জানান, হাজিরা যাতে উট কোরবানি না দেন, সে ব্যাপারে সৌদি আরবের প্রধান মুফতি শেখ আবদুল আজিজ আল আশেইখ ফতোয়া দিয়েছেন। ফতোয়াতে হাজিদের গরু অথবা ভেড়া কোরবানি দিতে বলা হয়েছে। মদিনার সমন্বয় কাউন্সিলের কর্মকর্তা আবদুল রহমান আবদুল করিম জানিয়েছেন, উট কোরবানি নিষেধাজ্ঞার ব্যাপারে তিনি এখনো কোনো সরকারি বার্তা পাননি। তবে বেশ কয়েকজন উট ব্যবসায়ী এবার মার্স ভাইরাসের কারণে উটের পরিবর্তে ভেড়া ও গরু কিনেছেন। এর আগে সৌদি কৃষি মন্ত্রণালয় জানিয়েছিল, দেশটিতে যে ২ লাখ ৩৩ হাজার উট রয়েছে, তার মধ্যে ৭ হাজার ৭০০ মার্স ভাইরাসে আক্রান্ত।