আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে একজনের কারাদণ্ড

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় মোবাইল চুরির অপরাধে হাকিমপুরের মনি ওরফে মোনেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। গতপরশু আলমডাঙ্গা মাংসবাজারের রাজ্জাকের মোবাইলফোনে কথা বলার নাম করে নিয়ে পালিয়ে যায়। গতকাল মনিকে থানা পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মনিকে সাজা প্রদান করা হয়।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামের মৃত আজহার আলীর ছেলে মনি ওরফে মোনে। গত বুধবার আলমডাঙ্গায় এসে কয়েকজনের নিকট টাকা চায়। পরে মাংস বাজারে গিয়ে রাজ্জাকের নিকট থেকে কথা বলার নাম করে মোবাইলফোনটি নিয়ে পালিয়ে যায়। পরে গতকাল আলমডাঙ্গা থানার এসআই টিপু সুলতান তাকে আটক করে চোরাই মোবাইলফোন উদ্ধার করেন। মনি ওরফে মোনেকে ভ্রাম্যমাণ আদারতের মাধ্যমে দু বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।