স্টাফ রিপোর্টার: ব্লগার অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাশ হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে ৱ্যাব। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে আনসারুল্লাহ বাংলা টিমের বর্তমান প্রধান মো. আবদুল বাশার রয়েছেন বলে দাবি করেছে ৱ্যাব-৩। বাকি দুজন হলেন- আনসারুল্লাহ বাংলা টিমের মিডিয়া শাখার সদস্য জুলহাস বিশ্বাস ও জাফরান আল হাসান। ৱ্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার মুফতি মাহমুদ এ তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে দুর্বৃত্তরা অভিজিৎ রায়কে কুপিয়ে খুন করে।