অস্ত্রোপচার শেষে ভারত থেকে দেশে ফিরেছেন চুয়াডাঙ্গা ছাত্রলীগ নেতা রাজু

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ছাত্রলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক রাজু আহমেদ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। ভারতে ১১ দিন চিকিৎসা নিয়ে গত ৫ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন। জেলা ছাত্রলীগের দফতর সম্পাদক তানিম হাসান তারেক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ আগস্ট জাতীয় সংসদের হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সার্বিক সহযোগিতায় তিনি শারীরিক চিকিৎসার জন্য ভারতে যান। ভারতের কোয়ামবাটার তামিলনাড়ু গঙ্গা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। ২৫ আগস্ট তার হাতে অস্ত্রোপচার করেন ডা. রাজা সভাপতি। প্রায় ৭-৮ ঘণ্টা অপারেশনের পর মোটামুটি সুস্থ হয়ে গত ৫ সেপ্টেম্বর ভারত থেকে চুয়াডাঙ্গায় পৌঁছান ছাত্রলীগ নেতা রাজু। রাজুর দেশে ফেরার খবর পেয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাড়িতে ছুটে যান চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। এ সময় তার সাথে ছিলেন সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, জেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, প্রচার সম্পাদক আব্দুর রহমান, সহসম্পাদক ফয়সাল খাঁন, কলেজ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান হিমেল, সদস্য খালিদ মাহামুদ, পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, শিমুল, রুবেল, বেজীও, সিহাব, থানা ছাত্রলীগ নেতা রেদওয়ান আহমেদ রানা, মাছুম, রাকিব, আশিক, কলেজ ছাত্রলীগ নেতা জীম, কলিন্স, মোমিন, জান্নাত, প্রান্ত, কাব্য, রোমেল, আলিফনুর, জুয়েল, ইসরাইল, রানা, মানা, সাদ্দাম, ইমরান, মানিকসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।