ইবি প্রতিনিধি: স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্য করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের করা মন্তব্যের প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্য করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের করা মন্তব্যের প্রতিবাদে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি গতকাল বৃহস্পতিবার পূর্ণদিবস কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণের ডাক দেয়। একই সাথে তারা অর্থমন্ত্রীর এ বক্তব্য প্রত্যাহার এবং তাকে শিক্ষদের নিকট ক্ষমা চাওয়ার জন্য বলেন। নইলে অর্থমন্ত্রীকে অপসারণের জন্য প্রধানমন্ত্রীর নিকট আহ্বান জানানো হবে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষকরা কর্মবিরতি পালন করেন। সকাল থেকে শিক্ষকরা বুকে কালোব্যাজ ধারণ করেন। এদিকে শিক্ষকদের কর্মবিরতির ফলে সকল বিভাগের শ্রেণিকক্ষে গতকাল তালা ঝুলতে দেখা গেছে। ক্যাম্পাস ছিলো অনেকটাই শিক্ষার্থীশূন্য।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের যুগ্মমহাসচিব ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এএইচএম আক্তারুল ইসলাম জানান, অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে আমরা আগামী ১৩ ও ১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করবো। অর্থমন্ত্রী যদি তার এ বক্তব্য প্রত্যাহার না করেন এবং শিক্ষকদের নিকট ক্ষমা না চান তবে শিক্ষকরা আরও কঠোর আন্দোলনে যাবেন।