হজে যেতে পারবেন আরো ৫ হাজার বাংলাদেশি

 

স্টাফ রিপোর্টার: এ বছরই হজে যাওয়ার অনুমতি পেয়েছেন আরো ৫ হাজার বাংলাদেশি। বাংলাদেশ সরকারের অনুরোধের প্রেক্ষিতে কোটা বৃদ্ধি করেছে সৌদি আরব সরকার। গতকাল বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের কাউন্সিলর (হজ) আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, সৌদি সরকার কোটা বৃদ্ধি করেছে। তবে এই সময়ের মধ্যে যারা বাড়িভাড়া, বিমানের টিকেটসহ অন্যান্য প্রস্তুতি নিয়ে যদি সৌদিতে আসতে পারে, তাহলে উনারা (সৌদি সরকার) ব্যবস্থা করবে। তিনি জানান, মৌখিকভাবে মোয়াসসাসার চেয়ারম্যান (সৌদি সরকারের ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি) আমাদের জানিয়েছেন। তবে আমরা এখনো এ সংক্রান্ত কোনো চিঠিপত্র পায়নি। এর আগে সোমবার ঢাকার সৌদি দূতাবাসে চিঠি দেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। ওই চিঠিতে নির্ধারিত কোটার বাইরে বাংলাদেশ থেকে আরও তিন হাজার হজযাত্রী নেয়ার জন্য সৌদি সরকারকে অনুরোধ করা হয়। তা না হলে হজ ব্যবস্থা নিয়ে সৃষ্ট সমস্যা জটিল রূপ নিতে পারে বলে আশঙ্কার কথা ওই চিঠিতে উল্লেখ করা হয়। অবশ্য ইতঃপূর্বে বাংলাদেশের পক্ষ থেকে অতিরিক্ত ২৫ হাজারের কোটার জন্য সৌদি সরকারের কাছে অনুরোধ করে চিঠি দেয়া হয়েছিলো। কিন্তু তাতে সাড়া পাওয়া যায়নি।