দর্শনা অফিস: চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কেরুজ চিনিকল পরিবহন বিভাগের অবসরপ্রাপ্ত সিনিয়র সুপারভাইজার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না………রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বেশ কয়েক দিন ধরে আব্দুর রহমান শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। গত মঙ্গলবার অবস্থার অবনতি দেখা দিলে চিকিৎসার জন্য নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখান থেকে গতকাল সকালে রেফার করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুর রহমান। সন্ধ্যায় তার লাশ আনা হয় দর্শনা কেরুজ এসপি লাইনস্থ বাড়িতে। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যু খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযোদ্ধারা ছুটে যান আব্দুর রহমানকে শেষবারের মতো দেখতে। সাংবাদিক ইয়াছির আরাফাত মিলনের বাবা আব্দুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক মেয়র মতিয়ার রহমান, ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, রবিউল ইসলাম শুকলাল, দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সকল সদস্য। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কেরুজ ক্লাব মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হবে। পরে দর্শনা বাসস্ট্যান্ড গোরস্তানে দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন ইয়াছির আরাফাত মিলন।