মেহেরপুর অফিস: মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালত শরিফুল ইসলাম (২৮) নামের এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-এ আলম এ আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা যায়, গতকাল দুপুরে মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে শহরের স্টেডিয়ামপাড়ার আব্দুল খালেকের ছেলে মাদকসেবী শরিফুল ইসলামকে ৫ গ্রাম গাঁজাসহ আটক করেন মেহেরপুর সদর থানা পুলিশের এসআই শাহাবুল ইসলাম। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন। ভ্রাম্যমাণ আদালতের আদেশে গতকালই তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।