মাথাভাঙ্গা মনিটর: আফগান সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার উপজাতি অঞ্চল থেকে গতকাল বুধবার তালেবান বিরোধী ছয় মিলিশিয়া যোদ্ধার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান। এ নিয়ে চলতি সপ্তাহে জঙ্গিদের হাতে নিহত সরকারপন্থি মিলিশিয়ার সংখ্যা দাঁড়ালো ১১ জনে। সরকারপন্থি তৌহিদ-ই-ইসলাম মিলিশিয়া বা লস্করের প্রায় ২০ সদস্যকে শুক্রবার তালেবানের সাথে সম্পর্কযুক্ত লস্কর-ই-ইসলাম জঙ্গি গ্রুপ ধরে নিয়ে যায়। সোমবার খাইবার অঞ্চলের কামার খেল এলাকায় তারা পাঁচটি লাশ ফেলে যায়। সিনিয়র এক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা বলেন, আরো ছয় মিলিশিয়া সদস্যের লাশ বুধবার একই এলাকা থেকে উদ্ধার করা হয়। তিনি বলেন, মৃতদেহের সবকটিতে গুলির চিহ্ন রয়েছে। আমরা মৃত দেহের পাশ থেকে লস্কর-ই-ইসলামের হাতে লেখা কাগজের একটি চিরকুট উদ্ধার করেছি। এতে তারা মিলিশিয়া সদস্যদের হত্যার দায় স্বীকার করে।