দর্শনা কেরুজ জেনারেল ক্লাবের নির্বাচন সম্পন্ন

সহসভাপতি আজিজুল সাধারণ সম্পাদক শাহআলম

 

দর্শনা অফিস: কেরুজ জেনারেল ক্লাব পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোপন ব্যালোটের মাধ্যমে ভোটারদের ভোটাধিকার গ্রহণ করেছে নির্বাচন পরিচালনা কমিটি। ১১ সদস্য বিশিষ্ট এ কমিটির পদাধিকার বলে সভাপতি চিনিকলের এডিএম। ১০টি পদের মধ্যে ৭ জন প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরা হলেন- ক্রীড়া সম্পাদক আতিয়ার রহমান আতা, কোষাধ্যক্ষ দারুল ইসলাম ও ৫ জন সদস্য। ৪৭৩ জনের মধ্যে ৩৮০ জনের ভোট পোল হয়েছে। এ নির্বাচনে সহসভাপতি পদে আজিজুল হক (হারিকেন) প্রতীকে ২০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুল হক ব্যাকা (ছাতা) প্রতীকে পেয়েছেন ১৭৩ ভোট। সাধারণ সম্পাদক প্রার্থী সিআইসি শাহআলম (বাইসাইকেল) প্রতীকে ২৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী সিডিএ ওমর আলী (চাঁদতারা) প্রতীকে পেয়েছেন ৮৭ ভোট। সহসাধারণ সম্পাদক আবুল হোসেন (হাতপাখা) ২৫৪ ভোটে পেয় নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটত প্রতিদ্বন্দ্বী ইদ্রিস আলী (আনারস) প্রতীকে পেয়েছেন ১২২ ভোট। নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন সহকারি মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলাম।