ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়ন কৃষকলীগের স্থগিত হওয়া কমিটি গতকাল বিকেল ৪টায় সদর উপজেলা কৃষকলীগের সভাপতি মো. শফিউদ্দীন আহাম্মদ মিন্টু ও কৃষকলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান তোতার মধ্যস্থায় রফিকুল ইসলাম উজ্জ্বলকে সভাপতি ও আমির হোসেনেকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাগান্না ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি নওয়াব আলী। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাড. আব্দুর রশিদ। উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শেখ মোজাম্মল হক, ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজি আব্দুল মজিদ এবং জেলা ও থানা কৃষকলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মুন্সি মো. শাহীন রেজা সাঈদ।