চুয়াডাঙ্গা গুলশানপাড়ায় বিকট শব্দে বোমার বিস্ফোরণ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় গতরাতে বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রাত ১১টার দিকে গুলশানপাড়ায় এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমার শব্দ পেয়ে সদর থানা পুলিশের এসআই জিয়াউর রহমান ঘটনাস্থলে ছুটে যান। ওই এলাকা থেকে একটি মোটরসাইকেলে ঘুরে বেড়ানো ৩ যুবককে আটক করে পুলিশ। রাতেই তাদেরকে থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে, জিজ্ঞাসাবাদে কিছু না পাওয়ায় মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।