ডিঙ্গেদহ প্রতিনিধি: ধূমপান ও তামাকজাত দ্রব্য আইন বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমমনা সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময়সভা গতকাল বুধবার সকাল ১০টায় পল্লি উন্নয়ন সংস্থার সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এইড’র সহযোগিতায় পাস এ সভার আয়োজন করে। পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেনের সভাপতিত্বে সততার নির্বাহী পরিচালক নুরুন্নবী, আকাঙ্ক্ষার নির্বাহী পরিচালক শাহিন সুলতানা মিলি, সৃষ্টির নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন, হোপের নির্বাহী পরিচালক হাসানুল আলম, এইড’র প্রোগ্রাম অফিসার রেজা আহামেম্মদ, প্রত্যাশার সমন্বয়কারী সাইদুর রহমান, রিসোর প্রোগ্রাম অফিসার সাধন কর, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সুভাষ কমিটির সম্পাদক জাহাঙ্গীর আলম, সাতগাড়ি বাজার কমিটির সভাপতি উজ্জ্বল হোসেন, বাপ্পী, পাস’র পরিচালক কাতব আলী ও জিসিএ সভাপতি মকবুল হোসেন।