স্টাফ রিপোর্টার: বাংলা অনলাইনগুলোর নির্বাচিত সংবাদ এখন থেকে দেখা যাবে গুগলের নিউজ লিংকে। গুগল নিউজের বাংলাদেশ সংস্করণে বাংলা নিউজপোর্টালের জনপ্রিয় সব সংবাদগুলো শো করবে।
সেরা খবর, বিশ্ব, বাংলাদেশ, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন ও খেলাধুলা বিভাগ নিয়ে করা এই সংস্করণে চার ধরনের ডিসপ্লে রয়েছে। পাঠকরা তাদের ইচ্ছেমতো ডিসপ্লে নির্বাচন করতে পারবেন। এছাড়াও আবহাওয়া ও সর্বাধিক জনপ্রিয় খবরগুলোও প্রদর্শন করছে গুগল। কোনো ঘোষণা না দিলেও গতকাল বুধবার থেকে সাইটটিতে দেশের শীর্ষ সংবাদপত্র ও ব্লগের প্রধান খবরগুলো একত্রে দেখা যাচ্ছে। গুগল নিউজ সাইটে গিয়ে বাংলাদেশ সংস্করণটি নির্বাচন করে দিলেই এখন বাংলায় খবরগুলো পাওয়া যাবে। গুগলের নিউজ সাইট লিংক (http://news.google.com.bd)।