স্টাফ রিপোর্টার: গাজীপুরের কোনাবাড়িতে খাদ্য বিষক্রিয়ায় কেয়া স্পিনিং কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল বুধবার কোনাবাড়ির জরুন এলাকায় এ ঘটনা ঘটেছে। অসুস্থদে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অসুস্থ শ্রমিকরা জানান, সকালে কাজে যোগদেয়ার পর ক্যানটিনের নাশতা খান তারা। এরপর কারখানায় রাখা জার থেকে পানি পান করেন। এর পরপরই পেট ব্যথা অনুভব ও বমি করেন কয়েকজন। পরে তাদের দ্রুত স্থানীয় ক্লিনিকে পাঠানো হয়। এরপর বিভিন্ন ফ্লোরে রাখা জার থেকে পানি পান করার পর আরও কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়তে থাকলে তাদেরও রিকশা ও অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে করে কোনাবাড়ির বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়। কোনাবাড়ি শরিফ মেডিকেল হাসপাতালে চিকিৎসক শরিফ হোসেন বলেন, অসুস্থ শ্রমিকদের স্যালাইন দেয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়া থেকেই শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন।