জীবননগর ব্যুরো: জীবননগর ধোপাখালী স্কুলে প্রধান শিক্ষকের পিটুনিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন স্কুলছাত্রীর শয্যাপাশে উপজেলা লোকমোর্চা ও রাজাপুর ব্রেভ সার্কেলের সদস্যরা দাঁড়িয়েছেন। গতকাল বুধবার সকালে লোকমোর্চা ও ব্রেভ সার্কেলের নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তারা দোষী শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের হাতে অভিযোগপত্র তুলে দেন। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। সপ্তম শ্রেণির ছাত্রী মৌসুমির কাছে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সানজিদা আক্তার বন্যার কথা কাটাকাটি হয়। এ সময় মৌসুমির বন্ধু দশম শ্রেণির ছাত্র মোহাম্মদ হোসেন বিষয়টি শোনার পর সানজিতাকে মারপিট করতে উদ্যাত হয়। একপর্যায়ে সানজিদা প্রধান শিক্ষক মো. তরিকুল ইসলামের কাছে বিচার চাইতে গেলে তিনি কোনো কথা না শুনেই সানজিদাকে পিটিয়ে গুরুতর আহত করেন। আহত সানজিদাকে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত সানজিদা আক্তার বন্যাকে দেখতে যান উপজেলা লোকমোর্চা ও রাজাপুর ব্রেভ সার্কেল। উপস্থিত ছিলেন উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান আয়েশা সুলতানা লাকি, সোহরাব হোসেন খান, রেনুকা আক্তার রিতা ব্রেভ সার্কেলের এলআরপি ম্যানেজার নুঝাত পারভীন, কানিজা ফাতিমা, মনিরুল ইসলাম ও সোনিয়া খাতুন।