আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন হ্যাডিন

মাথাভাঙ্গা মনিটর: বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ও ব্যাটসম্যান ব্র্যাড হ্যাডিন। গত ২ বছর ধরে টেস্ট দলের সহঅধিনায়কের দায়িত্ব পালন করা ৩৭ বছর বয়সী হ্যাডিন অবসরের ঘোষণা দিতে গিয়ে বলেছেন, ‘লর্ডসে খেলার পরেই আমি এটা অনুভব করেছি। আরো কিছুদিন খেলা যেতো, কিন্তু অ্যাশেজ সফরের পরে মূলত আমার ক্ষুধা নষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে অবসরের সিদ্ধান্তটা আমার জন্য সহজ ছিলো। অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি হ্যাডিন। কার্ডিফের ম্যাচটিতে দু ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ২২ ও ৭ রান। সে কারণে দল থেকে বাদ পড়েন এবং পরবর্তীতে পারিবারিক কারণ দেখিয়ে তিনি দেশে ফিরে আসেন। অ্যাশেজের পরে নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্কও অবসরের ঘোষণা দেন। নতুন অধিনায়ক স্টিভ স্মিথ অবশ্য হ্যাডিনের প্রশংসা করে বলেছেন, সে একজন অসাধারণ নেতা। ক্যারিয়ারে ৬৬ টেস্ট খেললেও অভিষেকের জন্য তাকে ৩০ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। অ্যাডাম গিলক্রিস্টের অবসরের পরেই হ্যাডিন প্রথম টেস্ট দলে ডাক পান। হ্যাডিনের থেকে বেশি টেস্ট খেলার অভিজ্ঞতা মাত্র তিনজন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষকের রয়েছে। এ তালিকায় ১১৯ ম্যাচ খেলে সর্বাগ্রে রয়েছেন ইয়ান হিলি। এরপরের অবস্থানে আছেন গিলক্রিস্ট (৯৬) ও রড মার্শ (৯৬)। উইকেটের পেছনে ২৭০টি উইকেট প্রাপ্তিতে বোলারদের সহযোগিতা করার তালিকায়ও এই তিনজনের পিছনে চতুর্থ স্থানে রয়েছে হ্যাডিন। এক্ষেত্রে গিলক্রিস্টের (৪১৬) অবস্থান সবার উপরে। পরের দুটি স্থানে রয়েছেন হিলি (৩৯৫) ও মার্শ (৩৫৫)।