টিপ্পনী

খবর:(জীবননগরে বিয়ের প্রলোভনে ষোড়শীর দেহভোগ)

 

হায়রে দেহ হায়রে ভোগ

এ মানুষের কেমন রোগ

অঙ্ক খষে মেলে না ছাই

যতোই করি বিয়োগ-যোগ!

 

হায়রে খোকা হায়রে খুক

বলো কেমন লাগলো সুখ

কী ঝাকমারি তোদের জ্বালায়

থাকলো না আর কালের মুখ।

 

যা হয়েছে থাকরে থাক

বেজে গেল মুচির ঢাক

লজ্জা শরম উঠলো লাটে

পড়লো কাটা বাপের নাক।

 

-আহাদ আলী মোল্লা।