চুয়াডাঙ্গা পৌর পরিষদের সাথে প্রডিজি সদস্যদের মতবিনিময়

 

চুয়াডাঙ্গা পৌর পরিষদের সাথে প্রডিজি সদস্যদের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। উপস্থিত ছিলেন সচিব কাজী শরিফুল ইসলাম, আয়ুব বিশ্বাস, প্যানেল মেয়র-১সহ সকল ওয়ার্ড কাউন্সিলর, মহিলা কাউন্সিলরবৃন্দ এবং প্রডিজি পরিবারের সকল সদস্য। উপস্থিত সকলের পরিচয়ের মধ্যদিয়ে সভার কার্যক্রম শুরু হয়। বিষয়ভিত্তিক আলোচনা তুলে ধরেন প্রডিজি প্রকল্পের মাঠ সমন্বয়কারী মাহাবুবুর রহমান মুকুল। তিনি বলেন, প্রডিজি প্রকল্প চুয়াডাঙ্গা পৌরসভায় কিছু সামাজিক উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে, যা প্রডিজি সদস্যরা বাস্তবায়ন করবে। ওয়ার্ড কাউন্সিলরগণ প্রডিজির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তাদের দিক থেকে সার্বিক সহযোগিতা থাকবে। প্রধান অতিথি মেয়র টোটন বলেন, আজকের যুবসমাজ একত্রিত হয়ে সমাজের মানুষের জন্য যে উদ্যোগ নিতে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। আমরা যারা পৌরসভার দায়িত্ব পালন করছি, চেষ্টা করে যাচ্ছি পৌরসভার সমস্ত সেবা মানুষের কাছে পৌছে দিতে। এ সময় তোমাদের উদ্যোগ আমাদের খুব কাজে লাগবে। সঠিক উদ্যোগ নিলে লক্ষ্যে পৌঁছানো যাবে। আমরা সবাই মিলে উদ্যোগ নিলে চুয়াডাঙ্গা পৌরসভাকে আধুনিক এবং মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। পৌর মেয়রসহ পৌর পরিষদের সকলে যুবদের উদ্যোগকে স্বাগত জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন। সভায় আরো বক্তব্য রাখেন তুহিন, মেহেদী, তামান্না, সুমিতা প্রমুখ। -প্রেসবিজ্ঞপ্তি