এলাকার আইনশৃঙ্খলার উন্নয়ন ও দর্শনাকে থানায় উন্নীত করা হবে

দর্শনা পুলিশ তদন্তকেন্দ্র পরিদর্শনকালে অতিরিক্ত বিভাগী ডিআইজি একরামুল হাবীব

 

দর্শনা অফিস: এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, মাদকরোধ, অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে পুলিশ সোচ্চার। এ লক্ষ্যে দর্শনা পুলিশ তদন্তকেন্দ্র পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় অতিরিক্ত ডিআইজি একরামুল হাবীব। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি গাড়িবহরযোগে দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রে পৌছুলে দর্শনা আইসি ইনচার্জ এসআই শিকদার মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসানসহ কয়েকজন কর্মকর্তার সাথে সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন। বক্তব্যকালে অতিরিক্ত ডিআইজি একরামুল হাবীব বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে সরকার বদ্ধপরিকর। মাদক, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণসহ অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে পুলিশি অভিযান অব্যাহত থাকতে হবে। জণগণের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় পুলিশের ভূমিকা অপরিসীম। তাই এলাকার মাদককারবারীসহ অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। এরই মধ্যে দর্শনাকে থানায় উন্নীতকরণের দাবি রয়েছে। এ শহরের গুরুত্বের কথা বিবেচনা করে অচিরেই থানায় রূপান্তর করা হতে পারে। এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার রশীদুল হাসান, দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান, দর্শনা আইসি ইনচার্জ এসআই শিকদার মনিরুল ইসলাম, এএসআই সিরাজুল ইসলাম প্রমুখ। বৈঠক শেষে দর্শনা পুলিশ তদন্তকেন্দ্র ঘুরে দেখেন অতিরিক্ত ডিআইসি একরামুল হাবীব। তিনি চুয়াডাঙ্গা পুলিশের আইনশৃঙ্খলা রক্ষা ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন।