হবিগঞ্জে নৌকায় বিদ্যুতায়িত হয়ে নিখোঁজ ২

 

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুরে নৌকায় বিদ্যুতায়িত হয়ে পানিতে ডুবে দুজন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পিতা-পুত্রসহ আরও চারজন আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে মাধবপুর উপজেলার খাস্টি নদীতে আদাঐর বিলে এ ঘটনা ঘটে। নিখোঁজ সেলিম মিয়া (২৮) ও টিটু মিয়ার (২৬) সন্ধানে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকালে নদী ও বিলে অনুসন্ধান শুরু করে। মাধবপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার আক্তারুল ইসলাম জানান, সোমবার সকাল ১১টার দিকে মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের বজলু মিয়ার ছেলে সেলিম মিয়া ও তাহের মিয়ার ছেলে টিটু মিয়া নাসিরনগর উপজেলার রুস্তমপুর গ্রাম থেকে গাছ কিনে নৌকাযোগে মাধবপুর বাজারে স’ মিলে যাচ্ছিলেন। তারা খাস্টি নদীর ওপর দিয়ে যাওয়ার সময় ৩৩০০ কেভি বিদ্যুত সঞ্চালন তারের সাথে বিদ্যুতায়িত হয়ে সেলিম মিয়া ও টিটু মিয়া নদীতে ডুবে নিখোঁজ হন।