মাথাভাঙ্গা মনিটর: ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন মিত্রবাহিনীর বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। রোববার উত্তর ইয়েমেনে ওই বিমান হামলা চালানো হয়। এর আগে ইয়েমেনের শিয়াপন্থি বিদ্রোহী গ্রুপ হুতিদের হামলায় বেশকিছু মিত্র সেনা নিহত হয়েছে। তার জবাবেই বিমান হামলা চালায় মিত্রবাহিনী। এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে আরো সেনা পাঠাচ্ছে কাতার। তারা জওফ প্রদেশের দিকে অগ্রসর হচ্ছে। এর আগে হতিদের বিরুদ্ধে মিত্রবাহিনীতে পাঠানো হয়েছে ১ হাজার কাতারের সেনাকে। এ ১ হাজার সেনার সাথে আছে ২শ সাজোঁয়া যান ও ৩০টি হেলিকপ্টার। তারা এখন মারিব প্রদেশের দিকে অগ্রসর হচ্ছে। চলতি বছরের মার্চ মাসে ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থি হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন উপসাগরীয় রাষ্ট্রগুলো। রোববার রাজধানীর সানার উত্তরে আল-জওফ প্রদেশে ওই বিমান হামলা চালানো হয়।