মহেশপুরে নিখোঁজের ৭ দিন পর ঘরজামাইয়ের লাশ উদ্ধার

 

মহেশপুর প্রতিনিধি: নিখোঁজের ৭ দিন পর যুবক বাদশার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেলে মহেশপুর উপজেলার আলীপুর গ্রামের একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বাদশা জীবননগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের তাবির উদ্দীন ভূইয়ার ছেলে। তিনি বিয়ে করে আলীপুরে ঘরজামাই থাকতেন।

যাদবপুর ইউনিয়নের কাউন্সিলর রহিমা খাতুন জানান, বাদশা মিয়া ৭ দিন ধরে নিখোঁজ ছিলেন। গতকাল সোমবার আলীপুর গ্রামের একটি জঙ্গলে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। প্রতিবেশীরা জানান, স্ত্রী আকলিমা খাতুনের সাথে ঝগড়া করে বাদশা ৭ দিন আগে বাড়ি থেকে বের হয়ে যান। আর ফিরে আসেনি। গতকাল সোমবার বিকেল স্থানীয়রা ঝুলন্ত লাশ দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয়। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। এদিকে বাদশার পরিবার এটি একটি পরিকল্পিত হত্যা বলে দাবি করেছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম শাহিন জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।