মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল রাহিল শরীফ বলেছেন, কোনো বর্হিশত্রু যদি তার দেশের দিকে নজর দেয় তাহলে তাকে চরম মূল্য দিতে হবে। ভারত-পাকিস্তানের মধ্যে ১৯৬৫ যুদ্ধর ৫০ বছর পূর্তি উপলক্ষে রাওয়ালপিণ্ডির সেনা সদরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেনাবাহিনী প্রধান রাহিল বলেন, আমি আবারো এটা বলতে চাই যে, আমাদের সশস্ত্র বাহিনী যেকোনো ধরনের বাহ্যিক আক্রমণ সামলানোর সক্ষমতা রাখে। যদি কোনো শত্রু সেনা অভিযানের কথা ভাবে- হোক সেটা ছোট কিংবা বড়, স্বল্প মেয়াদি বা দীর্ঘ মেয়াদি, আক্রমণকারীকে এর জন্য চরম মূল্য দিতে হবে। উল্লেখ্য, তার এ বক্তব্য এসেছে ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল দালবির সিং এর গত মঙ্গলবারের কথার প্রতি উত্তর হিসেবে। জম্মু ও কাশ্মীরে ক্রমাগত অস্ত্রবিরতি চুক্তি ভঙ্গ করে পাকিস্তানি সেনাবাহিনীর গোলাগুলির দিকে ইঙ্গিত করে তিনি বলেছিলেন, ভারত দ্রুত ও সংক্ষিপ্ত যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। জম্মু ও কাশ্মীরের সমস্যাকে আইনি ইস্যু উল্লেখ করে পাকিস্তান সেনাপ্রধান বলেন, জাতিসংঘের সনদ অনুসারে স্থানীয় জনগণের ভোটে নির্ধারিত করা হোক এই বিবাদপূর্ণ অঞ্চল কোন দেশে অন্তর্ভূক্ত হবে।