পাঁচ দফা দাবিতে ইবি কর্মকর্তাদের মানববন্ধন

 

ইবি প্রতিনিধি: সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের চাকরির বয়সসীমা ৬৫ বছর করাসহ ৫ দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

জানা গেছে, গতকাল সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি মো. সোহেল, পরিবহন অফিসের উপরেজিস্ট্রার হারুন অর রশীদ, সমিতির সাধারণ সম্পাদক আহসানুল হক প্রমুখ। ৫ দফা দাবিগুলো হলো- কর্মকর্তাদের চাকরির বয়সসীমা ৬৫ বছর করা, বিশ্ববিদ্যালয়সমূহে কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অভিন্ন বেতন কাঠামো ঘোষণা করা, উপরেজিস্ট্রার বা এর সমমান এবং সহকারী রেজিস্ট্রার বা এর সমমানের পদে বেতন বৈষম্য দূরীকরণ, সিনেট ও সিন্ডিকেটসহ বিভিন্ন অথরিটিতে কর্মকর্তাদের প্রতিনিধিত্বের ব্যবস্থা করা এবং অতিরিক্ত রেজিস্ট্রার বা এর সমমানের পদ সৃষ্টিসহ ওই পদে নিয়োগ বা পদোন্নয়নের ব্যবস্থা করা।