খবর: (দামুড়হুদার কার্পাসডাঙ্গায় দিনদুপুরে অভিনব কৌশলে ছিনতাই)
দিনদুপুরে যায় না চলা
যায় না চলা রাতে,
রাস্তা-ঘাটে ডাকাত বাবু
বেজায় মাতা মাতে।
বললে কথা রক্ত জখম
ঢুকবে পেটে ছুরি,
ফুরিয়ে যায় সৎ মানুষের
যত্ত বাহাদুরি।
করার কিছু নাইরে বাবা
বলার কিছু নাই
আতঙ্কে রই এমনি ভাবে
কপাল পুড়ে ছাই
-আহাদ আলী মোল্লা