জীবননগর গোয়ালপাড়ার বিপ্লব ফেনসিডিলসহ গ্রেফতার

 

জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ চিহ্নিত মাদকব্যবসায়ী বিপ্লবকে (২০) গ্রেফতার করেছে। গতকাল সোমবার সকালে জীবননগর শহরের দত্তনগর সড়কের আলিয়া মাদরাসার সামনে থেকে তাকে ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিপ্লব গোয়ালপাড়ার মৃত বিল্লাহ হোসেনের ছেলে।

থানার ডিউটি অফিসার এএসআই জুলহাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই সাজ্জাদুর রহমান ফোর্স নিয়ে দত্তনগর সড়কে অবিস্থত আলিয়া মাদরাসার সামনে থেকে মাদকব্যবসায়ী বিপ্লবকে ২৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন। ফেনসিডিল ব্যবসায়ী বিপ্লবকে গতকালই মাদকদ্রব্য আইনে মামলা দায়েরসহ চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়।