স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া অসুস্থ গরু ব্যবসায়ীদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। মৃত জর্জ মিয়া নরসিংদী জেলার শিবপুরের খৈলসাখালি গ্রামের ফজলুর ছেলে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ ডা. গোলাম মোস্তাফা জানান, জেলার সিটি বাইপাস হাটে হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়া ৩৫ জনের মধ্যে জর্জ মিয়ার অবস্থা আশঙ্কাজনক ছিলো। তিনি আইসিইউতে ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। এর আগে রোববার সকালে রাজশাহী মহানগরীর সিটি বাইপাস হাটের একটি হোটেলে খাবার খেয়ে ৩৫ গরু ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়েন। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।