আরমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ গাঁজাব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে। গতকাল সকালে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামে চুয়াডাঙ্গার নিবার্হী ম্যাজিস্ট্রেট ফারজানা খানমের নেতৃত্বে মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মুখার্জী আলমডাঙ্গা রেলস্টেশনে অভিযান চালিয়ে আসমানখালী গ্রামের মৃত বাহাদুর মণ্ডলের ছেলে গাঁজাব্যবসায়ী এনামুল (৩৫) ও একই গ্রামের শুকুর আলীর ছেলে গাঁজাব্যবসায়ী টিটুকে (২৫) আটক করে। তাদের দুজনের নিকট থেকে ২০ গ্রাম করে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এরপর উপজেলার বেলগাছি গ্রামের মৃত নইমদ্দিনের ছেলে গাঁজাব্যবসায়ী মজিদকে (৪০) ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এনামুলকে ৭ দিন, টিটুকে ৭ দিন ও মজিদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।