আলমডাঙ্গায় দুটি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত : জরিমানা আদায়

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় দুটি ক্লিনিকে অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন। ক্লিনিক দুটি হলো একতা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও ইউনাইটেড মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড। এদেরকে যথাক্রমে ১৫ হাজার ও ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় একতা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম ও রুহুল আমিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় একতা (প্রাঃ) হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকে অভিযান চালিয়ে ক্লিনিকের লাইসেন্স, সার্বক্ষণিক এমবিবিএস ডাক্তার না থাকা, ডিপ্লোমা নার্স না পাওয়ার অপরাধে এবং অপারেশন থিয়েটারসহ ক্লিনিকে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ক্লিনিক মালিক ডা. সাইফুল আলম নান্নুকে ১৫ হাজার টাকা জরিমানা আনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া হাসপাতালের অপারেশন থিয়েটারে এসি এবং অপারেশন জিএ মেশিন নষ্ট থাকার কারণে অপারেশন থিয়েটার সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। একইদিনে ইউনাইডেট মেডিকেল সেন্টার (প্রাঃ) ক্লিনিকে অভিযান চালিয়ে সার্বক্ষণিক এমবিবিএস ডাক্তার না থাকার দায়ে এবং অপারেশন থিয়েটারের চারটি লাইট নষ্টসহ ক্লিনিকের পরিবেশ অস্বাস্থ্যকর থাকায় ম্যানেজার আমিনুর রহমানকে ১২ হাজার টাকা জরিমানা আনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে ক্লিনিক মালিকরা জরিমানার ২৭ হাজার টাকা পরিশোধ করায় কারাদণ্ড থেকে মুক্তি পান।