শৈলকুপায় পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার নগরপাড়ায় কুমারনদে ডুবে শীলা রানী (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে তার মৃত্যু হয়। শীলা রানী নগরপাড়ার দেবদাস কুমারের স্ত্রী। শৈলকুপা থানার ওসি এমএ হাশেম খান জানান, সকালে শীলা রানী নদীতে গোসল করতে যেয়ে নিখোঁজ হন। পরবর্তীতে অনেক খোঁজাখুজির পর নদীর মাঝ থেকে পাওয়া যায়। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।