স্টাফ রিপোর্টার: যশোর সেনানিবাস থেকে এক সেনাসদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সেনাবাহিনী লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিকভাবে আত্মহত্যাকে মৃত্যুর কারণ বলে ধারণা করছে পুলিশ। সুরতহালে দেখা গেছে, হেলালের গলায় কাটা দাগ রয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে বিস্তারিত জানা যাবে। মৃত সৈনিকের নাম হেলাল উদ্দিন (২৮)। তিনি যশোর সেনানিবাসের আট নম্বর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্য হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার রামপুরা গ্রামে। তার বাবার নাম নুরুল হক।