আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা আঠারখাদার দেবেন দাসকে রক্তাক্ত জখম করার অভিযোগে অনুপনগরের আমির হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল আলমডাঙ্গা থানা পুলিশ অনুপনগর গ্রাম থেকে আমির হোসেনকে গ্রেফতার করে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার আঠারখাদার মৃত গোপাল দাসের ছেলে দেবেন দাসকে পার্শ্ববর্তী অনুপনগর গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে লোকমান শরিফ জমির পাট কাটার জন্য শ্রমিক হিসেবে বন্দোবস্ত নেয়। গত ২৯ আগস্ট সকালে দেবেন দাস লোকমান শরিফের জমির পাট কাটার জন্য পৌঁছুতে দেরি হয়েছে অভিযোগ তুলে ছোট জাতের ছেলে বলে গালিগালাজ শুরু করে। দেবেন দাস ও লোকমান শরিফের কথা কাটাকাটির এক পর্যায়ে লোকমান শরিফের ভাতিজা মৃত মাদার আলীর ছেলের হাতে আমির হোসেন পাট কাটা হেঁসো দিয়ে দেবেনের হাতে কোপ মারে। এতে তার হাত কেটে রক্তাক্ত জখম হয়। এ সময় লোকমান শরিফের আরেক ভাতিজা মৃত ছাত্তার শরিফের ছেলে বিল্লাল হোসেনও দেবেনকে মারধর করে। রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে দেবেনকে মারার ঘটনা গ্রাম্য সালিসে মীমাংসা করতে গেলে আমির হোসেন আবারও দেবেনকে হেঁসো দিয়ে কেটে ফেলার হুমকি দেয়। বিচার না পেয়ে দেবেন বাধ্য হয়ে গতকাল আলমডাঙ্গা থানায় আমির হোসেনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই আনিসুর রহমান তাকে গ্রেফতার করেন।