ভেড়ামারা প্রতিনিধি: একাধিক মাদক মামলার আসামি ভেড়ামারার মাদকসম্রাট বাদশা ওরফে খাজার স্ত্রী ময়না (৩০) পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ভেড়ামারার নওদাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে হেরোইনসহ পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মাদকসম্রাট খাজার স্ত্রী ময়না তার নিজ বাড়িতেই মাদক রেখে রমরমা ব্যবসা চালাচ্ছে। ভেড়ামারা মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলামের নির্দেশে এএসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকব্যবসায়ী খাজার বাড়িতে অভিযান চালান। সেখানে তল্লাশি চালিয়ে ঘর থেকে ৫০ গ্রাম হেরোইনসহ ময়নাকে গ্রেফতার করে।