বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার: নওগাঁর বদলগাছির উত্তর চাপাডাল গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক দম্পতি মারা গেছেন। মৃত ইনছেন আলী মণ্ডল (৬০) ও তার স্ত্রী রিনা আখতারের (৪৮) এক ছেলে ও দুই মেয়ে। গতকাল শুক্রবার সকালে বাড়ি সংলগ্ন মুরগির খামারের ভেতরে বৈদ্যুতিক তারে জড়িয়ে থাকা অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। পাহাড়পুর বৌদ্ধবিহার ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য ও গ্রামবাসীরা খামারে ঢুকে তার সরিয়ে লাশ বের করে বাড়ির উঠোনে রেখেছেন। প্রতিবেশীরা ধারণা করছেন, প্রথমে একজন বিদ্যুত​স্পৃষ্ট হয়েছিলেন। তাকে বাঁচাতে গিয়ে অন্যজনও বিদ্যুত​স্পৃষ্ট হন। তবে ঘটনাটি কখন ঘটেছে কেউ টের পাননি।