প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সহজ জয়

মাথাভাঙ্গা মনিটর: ডেভিড ওয়ার্নারের দৃঢ়তায় ভালো শুরুর পর হঠাৎ ছন্দ পতনে দিক হারিয়েছিলো অস্ট্রেলিয়া। কিন্তু শেষ দিকে ম্যাথু ওয়েডের দারুণ ব্যাটিঙে ইংল্যান্ডকে প্রথম ওয়ানডেতে বড় লক্ষ্যই দেয় বিশ্বচ্যাম্পিয়নরা। সে লক্ষ্যে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি ওয়েন মর্গ্যানের দল। ৫৯ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। গত বৃহস্পতিবার সাউথ্যাম্পটনের দ্য রোজ বৌলে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩০৫ রান করে অস্ট্রেলিয়া।

জবাবে ৪৫.৩ ওভারে ২৪৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে আলেক্স হেলসের (২২) সাথে জ্যাসন রয়ের ৭০ রানের উদ্বোধনী জুটি ইংল্যান্ডকে ভালো সূচনা এনে দেয়। জেমস টেইলরের সাথে ৪২ রানের আরেকটি ভালো জুটি গড়ে দলকে কক্ষপথেই রাখেন জ্যাসন। গ্লেন ম্যাক্সওয়েলের শিকারে পরিণত হওয়ার আগে সর্বোচ্চ ৬৭ রান করেন জ্যাসন। তার ৬৪ বলের ইনিংসটি ১১টি চারে গড়া। অধিনায়ক মর্গ্যানের সাথে ৪০ রানের জুটিতে দলকে ২ উইকেটে ১৫২ রানের দৃঢ় অবস্থানে নিয়ে যান টেইলর (৪৯)। শেন ওয়াটসনের বলে তিনি বোল্ড হলে ছন্দ হারায় ইংল্যান্ড। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানো স্বাগতিকরা আড়াইশ রানও করতে পারেনি।

ওয়াটসনের বলে ওয়েডের গ্লাভসবন্দি হয়ে মর্গ্যানের (৩৮) বিদায়ে বড় একটা ধাক্কা খায় ইংল্যান্ড। দু অঙ্কেই যেতে পারেননি জস বাটলার (৪) ও ক্রিস ওকস (শূন্য)। থিতু হলেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি বেন স্টোকস (১৩), মইন আলী (১৭) ও আদিল রশিদ (১১)।

অস্ট্রেলিয়ার ওয়াটসন, নাথান কোল্টার-নাইল, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক দুটি করে উইকেট নেন। এর আগে জো বার্নসের সাথে ৭৬ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো সূচনা এনে দেন  ওয়ার্নার। বার্নসের (৪৪) ফিরতি ক্যাচ নিয়ে ১৪.৩ ওভার স্থায়ী জুটি ভাঙার কৃতিত্ব রশিদের। দ্বিতীয় উইকেটে অধিনায়ক স্টিভেন স্মিথের সাথে ৫৭ রানের আরেকটি ভালো জুটি উপহার দেন ওয়ার্নার।