স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর পাংশা উপজেলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। পুলিশ বলছে, তারা হত্যা মামলার আসামি। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- কামাল হোসেন মণ্ডল (৪৭) ও ওমর খাঁ (৩৫)। তাদের বাড়ি উপজেলার কসবামাজাইল গ্রামের শান্তিখোলা ও মৌরাট ইউনিয়নের বড়চৌবাড়িয়া গ্রামের চরপাড়ায়। ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শ্যুটার গান, একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও ছয়টি গুলির খোসা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।