আলমডাঙ্গা ব্যুরো: স্বপ্ন ছিলো পরিবারে সচ্ছলতা ফেরানোর। সন্তানদের লেখাপড়া শেখানোর। সেই স্বপ্ন পুরণের জন্য ইবি থানার আড়পাড়া গ্রামের আরিফুল দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। কিন্তু তার সে স্বপ্নের মৃত্যু ঘটলো। গত ১ সপ্তা আগে আফ্রিকায় ডাকাতের গুলিতে তার মৃত্যু হয়েছে। আজ শনিবার আরিফুলের লাশ নিজ গ্রামে নিয়ে আসা হবে।
জানা গেছে, কুষ্টিয়া জেলার ইবি থানার আড়পাড়া গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে আরিফুল (৪৭) ভাগ্যের চাকা ঘুরাতে দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে আরিফুল বছর খানেক পর একটি জুয়েলার্সের দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। তার ভাগ্যের চাকা ঘুরতে শুরু হতে না হতেই সব শেষ হয়ে গেল আফ্রিকান ডাকাতের গুলিতে। প্রায় এক সপ্তা আগে আরিফুলের জুয়েলার্সের দোকানে ডাকাতরা এসে দোকানের দরজা খুলতে বলে। আরিফুল দোকানের দরজা না খুললে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আরিফুলকে প্রথমে গুলি করে হত্যা করে। পরে আরিফুলের জুয়েলার্সে থাকা সমস্ত সোনা-গয়না, টাকা পয়সা নিয়ে যায়। পরে আশপাশে থাকা বাংলাদেশিরা আরিফুলের লাশ দেখে আফ্রিকার পুলিশের নিকট খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে। আরিফুলের লাশ আজ শনিবার তার নিজ গ্রামে নিয়ে আসা হবে।