ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য বিএনপি নেতা আয়ুব আলী ইন্তেকাল করেছেন (ইন্না……. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর। গত বৃহস্পতিবার রাতে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ বহু গুণাগ্রাহী রেখে গেছেন। তিনি ৩ বার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য পদে নির্বাচিত হন। গতকাল বেলা ১১টায় জাহাজপোতা-হুদাপাড়া স্কুলমাঠে নামাজে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়।
দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল হাসান তনু ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকসহ এলাকার বহু লোক জানাজায় শরিক হন। তারা মরহুম আয়ুব আলী মেম্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।