দর্শনা কেরুজ পূজা মন্দির পরিদর্শন করলেন এমপি আলী আজগার টগর

 

দর্শনা অফিস: কেরুজ পূজা মন্দিরে ২৪ প্রহরব্যাপি নামকীর্তন গত ১ সেপ্টেম্বর রাত ১০টায় শুভ অধিবাসের মধ্যদিয়ে শুরু হয়। গতকাল শুক্রবার ছিলো নামযষ্ণ অনুষ্ঠানের সমাপনী। সমাপনী আয়োজন পরিদর্শন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। রাত ৮টার দিকে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কেরুজ পূজা মন্দির পরিদর্শনে যান এবং মন্দির উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। মন্দির পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময়সহ সার্বিক খোঁজখবর নেন এমপি টগর। এ সময় তার সাথে ছিলেন- দামুড়হুদা উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, আ.লীগ নেতা নজরুল ইসলাম, মন্দির কমিটির সভাপতি সমীর কুমার সরকার, সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার, কেরুজ কর্মকর্তা রতন বাবু, লিংকন, অজয় কুমার লোধ রতন, যুবলীগ নেতা আজিজুর রহমান বাবু, মামুন শাহ, মহিবুল ইসলাম, ছাত্রলীগ নেতা নাহিদ পারভেজ, তোফাজ্জেল হোসেন তপু, আলামিন, আশরাফুল প্রমুখ।